ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নতুন করারোপ ছাড়াই দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন রূপকল্পে ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকা বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভা সভা কক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে ৩ কোটি ৯ লাখ ৫৩৮ টাকা। পৌরসভার সম্পদ থেকে আয় ৬৬ লাখ ১০হাজার ৬২৫ টাকা। অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার ৫০২ টাকা।
উল্লেখ্যযোগ্য হচ্ছে-পৌরমেয়র ও কাউন্সিলরদের সম্মানী ১৯ লাখ ২০হাজার টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১কোটি ৫৩ লাখ ২০ হাজার ৩৭৩ টাকা, খেলাধুলা ও সংস্বকৃতি ৬৫হাজার ৩৪০টাকা,ঈদগা মাঠ রক্ষণাবেক্ষণ ও সাজ্জা করন ৫৮ লাখ ৭হাজার ৯১টাকা।
পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বাজেটে রাজস্ব খাত থেকে ৪ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৬৮ টাকা ও উন্নয়ন খাতে ২৫ কোটি ৩৪ লাখ ৭ হাজার ১৮০ টাকার (২০২২-২০২৩) অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষনা করা হয়েছে।
তিনি বলেন, নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, পৌর পার্ক, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ী পৌরসভাকে তিনি একটি যুগোপযোগি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।
বাজেট ঘোষনাকালে ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদুল আলম লিটনের সভাপতিত্বে ও আশরাফ পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্যানেল মেয়র-১ মামুনুর রশিদ চৌধুরী,প্যানেল মেয়র-২ হারান দত্ত, পৌর কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, মাজেদুর রহমান,আব্দুল জব্বার মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও বাজেট ঘোষনা অনুষ্ঠানেশহর সম্বনয় কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃৎন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |