ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়িতে সাংবাদিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা ॥

মো: আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে পূর্বের শুত্রুতায় প্রতিপক্ষরা কোদাল দিয়ে সাংবাদিক মো. আনোয়ার সাদাতকে কুপিয়ে হত্যার চেষ্টা। ফুলবাড়ী উপজেলার ১নং ইউপির পানিকাটা গ্রামে বাড়ীর পাশে সরকারী ড্রেন নির্মাণ কাজে বাঁধা দানকারীকে কেন বাঁধা দিচ্ছে জানতে চাওয়ায় সাংবাদিক আনোয়ার সাদাত মন্ডলকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মারাত্বক আহত হন। সাংবাদিক আনোয়ার সাদাত বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । সাংবাদিকের বড় ভাই ছোলায়মান, জানায় গত ৪ এপ্রিল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে দেখি সরকারি খননকৃত ড্রেন প্রতিপক্ষ মাহাবুর তার বাবা ও ভাইয়েরা মাটি দিয়ে ভরাট করছে । সাংবাদিক আনোয়ার সাদাত জানতে চাইলে বলে, ভাগে যা নইলে মৃত্যু আছে বলে হুমকি দেয় । সে তার ছোট ভাইকে বলে মাঠে যাই । পথে মধ্যে চিল্লা চিল্লি শুনে এসে দেখে তার ছোট ভাইকে রক্তাত অবস্থা পড়ে থাকতে দেখে। তার স্ত্রীর শ্লীলতাহানি, কাপর টানা-হেছড়া করে। পরে তাকে আত্মীয়-স্বজন প্রতিবেশীদের এবং ফুলবাড়ি থানায় খবর দিলে অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব পুলিশ ভ্যান ও এস আই হাবিবকে ঘটনা স্থলে পাঠিয়ে তাকে বুদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ঐ দিনে তার অবস্থা আশঙ্খা জনক দেখা দিলে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমান আনোয়ার সাদাত চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , আমি নিজেই একাধিকবার মুটোফোনে যোগাযোগ করেছি একটু সুস্থ হলেই তদন্ত করে আসামি গ্রেফতার করা হবে । আনোয়ার সাদাত মন্ডল অনলাইন পোটাল টি টি নিউজের প্রকাশক ও সম্পাদক বনপা এবং অনলাইন প্রেসক্লাব রংপুর বিভাগীয় প্রচার ও প্রকাসনা সম্পাদক এবং দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভার ফুলবাড়ী প্রতিনিধি , ডেস্টিনি অনলাইনের দিনাজপুর জেলা প্রতিনিধি । তিনি ফুলবাড়ির উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক । এই ঘটনায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন, সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম, সহ-সাধারন সম্পাদক মো. আসরাফুল ইসলামসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক ঐ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |