ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিষ্ঠাবান ও কর্মতৎপরতার কারণে সকল মহলে সমাদৃত হওয়া জনবান্ধব অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ আসাদুজ্জামান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ী থানার হলরুমে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন থানার সকল পুলিশ সদস্যগণ। এ উপলক্ষে আলোচনা সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ আসাদুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেল অফিসের ইনেস্পেক্টর (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম,উপ-পুলিশ পরিদর্শক এআই জিয়াউর রহমান,এআই আবুল কালাম আজাদ,এসআই আরিফুল ইসলাম,এএসআই এনামুল হক,এএসআই সাদিয়া প্রমুখ। এসময় ফুলবাড়ী থানার সকল পুলিশ সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফুলাবাড়ী থানার পক্ষ থেকে বিদয়ী অতিরিক্ত পুলিশ আসাদুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে তার হাতে উপহার তুলে দেয়া হয়।
থানা সুত্রে জানাগেছে,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান গত ১১এপ্রিল ২০২১ সালে ফুলবাড়ী ও পার্বতীপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) হিসাবে যোগদান করেন। এক বছর ৭মাস ১০দিন কর্মদিন শেষে চলতি বছরের গত ২১ নভেম্বর ফুলবাড়ী থানার দায়িত্ব হস্থান্তর করেন। তিনি আগামী ০১ ডিসেম্বর ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন।

You must be Logged in to post comment.

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |