ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে অসচ্ছল ও দুস্থ্য রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অসচ্ছল ব্যাক্তী ও দুস্থ্য রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অসচ্ছল ব্যাক্তী ও দুস্থ্য রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১২জনকে ছয় লক্ষ দশ হাজার টাকা এবং স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৮জনকে এক লক্ষ আট হাজার টাকার সরকারী এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরন করে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,জেলা পরিষদ সদস্য মো: শফিকুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: এছার উদ্দিন প্রমুখ।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |