ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুুর্নীতিবিরোধী দিবস পালিত


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে ক্রীড়া শিক্ষক হারুন উর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মÐল, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মÐল প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।