ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে নানারুপে সেজেছে খ্রিষ্টান পল্লীগুলো।
দিবসটি উপলক্ষে রোববার (ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম মুর্মুর পরিচালনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ফুলবাড়ী উপজেলার ৫৮টি গির্জা ও চার্জে বড়দিনের প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীরা তাদের নিজস্ব সংস্কৃতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ।
উপজেলার আদিবাসী পাড়া ঘুরে দেখা গেছে, বড়দিন উপলক্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীরা তাদের বাড়ীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে মাটির দেয়ালে নানা রকমের ফুল এবং নকশা একেছেন। এদিকে দিনটি উপলক্ষে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ ও জরি দিয়ে সাজিয়েছেন তাদের গির্জা। খ্রিষ্টান পল্লীগুলোকেও নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। খ্রিষ্ট পল্লীতে ছিল উৎসবের আমেজ,দিন ব্যাপী ছিল নানা আয়োজন।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু জানান, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এইদিনে জন্মগ্রহণ করেন।তাদের বিশ্বাস,সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। তিনি বলেন,সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার লক্ষে যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। প্রভুর জন্মদিন উপলক্ষে এই বড়দিন উদযাপন করা হয়। শুভ বড়দিনে ঈশ্বর যীশুর কাছে দেশবাসীসহ সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়েছে। এদিকে উপজেলার পুখুরীএসডিএ চার্জে খ্রিষ্ট ধর্মের নারী-পুরুষদের প্রার্থনা পরিচালনাসহ ধর্মীয় আলোচনা করেন নরেশ মারান্ডি।
অপরদিকে পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্জে প্রার্থনা পরিচালনা করেন পালক ফান্সিস মুর্মু। নানা অয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |