ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৯ জন


মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশেরন্যায় অন্যান্য শিক্ষা বোর্ডের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।জানা গেছে,দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮টি জেলার ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রীর অংশ গ্রহনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১লক্ষ ১৮হাজার ৯৪১ জন। যা গত বছরের তুলনায় ১২হাজার ১৬৯ জন বেশি। এই শিক্ষা বোর্ডে ১৯৬টি কেন্দ্রে মোট ৬৪৫টি কলেজ রয়েছে। দিনাজপুর জেলায় ১৩টি থানার ৪০টি কেন্দ্রে ১২৬টি কলেজের ২২হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪টি কেন্দ্রে মোট ২১শ ৯জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে এবার পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩৯জন ছাত্র-ছাত্রী।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন দেখা গেছে।এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতি সহ অতিরিক্ত পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুস সালাম চৌধুরী।