ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত


মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী,(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরগামী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোঃ নাইমুর রহমান(২১)নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নাইমুর রহমান(২১) শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র এবং মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা যায়। থানা সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় ঢাকা-দিনাজপুর মহা-সড়কের ফুলবাড়ী থানার সামনে দিনাজপুরগামী স্মৃতি এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ট-১৩৫০৫৬) নামে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হয় কলেজ ছাত্র নাইমুর রহমানফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব জানান,কলেজ ছাত্র নিহতের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে,তবে গাড়ী চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।