ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জুটমিলের শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

মেহেদী হসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মেহেদী হাসান মুরাদ (১৬) নামের এক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার স্থানীয় আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় একটি ভুট্টা খেতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ভাটাপাড়া গ্রামের ভ্যান চালক হামিদুল ইসলামের ছোট ছেলে মেহেদী হাসান মুরাদ (১৬)। সে মির্জা গ্রুপ অব কম্পানীর জুটমিলের একজন শ্রমিক ছিলেন। মেহেদী হাসান মুরাদ প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার সকালে রাতের ডিউটি শেষে তার মাসিক বেতনের পাওনা টাকা নিয়ে ফ্যাক্ট্রী থেকে বেরিয়ে যায়। এর পর স্থানীয় আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় কে বা কাহারা তার মুখে মাটি গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি ভুট্টা খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ভুট্টা খেতে তার লাশ দেখতে পেয়ে থানায় জানালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মেহেদী হাসান মুরাদ এর বড়ভাই রকুনুজ্জামান বলেন কে বা কাহারা তাকে হত্যা করেছে। অপরাধিদের খুজেবের করে শাস্তি প্রদানের দাবী জানান। মির্জা গ্রুপ অব কম্পানীর জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম বলেন মেহেদী অনেকদিন থেকে এখানে কাজ করে। সে প্রতিদিনেরমত গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে সকাল ৬টায় পর্যন্ত মিলে কাজ শেষে শুক্রবার সকাল সাড়ে ৬টায় তার বেতনের টাকা নিয়ে ফ্যাক্ট্রী থেকে চলে যায়। এরপর সকাল ১০টায় এলাকাবাসী সুত্রে তার লাশ পাওয়া গেছে এমন খবর শুনতে পান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব বলেন, মেহেদী হাসান মুরাদ এর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে মাটি গুজেদিয়ে তাকে হত্য করা হয়েছে।এটি একটি হত্যাকান্ড,লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |