ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ঢাকাগামী নৈশ কোচের চাপায় যুবলীগ নেতা নিহত।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে হানিফ এন্টার প্রাইজ নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকার পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রাত ৮ টায় উপজেলার রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম।
নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা  ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক  এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, প্রভাষক মামুনুর রশিদ বাবু, বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরে আসার পথে
রাঙ্গামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহীবাস (নৈশকোচ) হানিফ এন্টার প্রাইজ (ঢাকা (মেট্রো-ব-১৫-৩৮০৭) পিছনদিক থেকে সজোরে ধাক্কা দিলে মামুনুর রশিদ বাবু ওই বাসের চাকায় পিষ্ট হয়। আহত অবস্থায় এলাকাবাসীরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাংচুর করে সড়ক বেরিগেট দেয়। খবর পেয়ে থানা পুলিশ
পুলিশ এসে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহটি সুরতহাল  করে পরিবারের নিকট হস্তান্তরের করা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে,বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এজাহার প্রাপ্তী সাপেক্ষে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন।

You must be Logged in to post comment.

রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন     |     ঠাকুরগাঁওয়ে গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান     |