ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী কাব-স্কাউটস মহা তাবু জলসা অনুষ্ঠিত


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে কাব-স্কাউটস এর উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্স মহা তাবু জলসা তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা স্কাউটস এর আয়োজনে গত শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই জলসা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার মাধ্যমিক,মাদরাসা,সরকারী প্রাথমিক বিদ্যলয়ের স্কাউটস সদস্যরা অংশ গ্রহন করেন। আয়োজিত মহাতাবু জলসা অনুষ্ঠানে শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,সাবেক শিক্ষা সচিব আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ। পরে সেখানে কাব-স্কাউটস এর সদস্যদের অংশ গ্রহনে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।