ফুলবাড়ীতে তেভাগা আন্দোলনের নেতা সাবেক এমএলএ রূপনারায়ণ রায়ের স্মরণ সভা

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক অবিভক্ত বাংলার সাবেক এমএলএ কমরেড রূপনারায়ণ রায়ের ৪৪মত প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রূপনারায়ণ রায় স্মৃতি সংসদের উদ্যোগে গত ২৪ মার্চ বিকেল ৫টায় স্থানীয় আফতাবুন নেছা মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফুলবাড়ী শাখার সভাপতি জয় প্রকাশ গুপ্তের সভাপতিত্বে কমরেড নুরুজ্জামান জামানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি কমরেড এড. মেহেরুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাষক গোলাম কিবরিয়া, মহিলা পরিষদের সভানেত্রী প্রভাষক চন্দনা মন্ডল, সহকারী অধ্যাপক সাংবাদিক শেখ সাবীর আলী, সাংবদিক রজব আলী, কৃষক নেতা কমরেড মোসলেম উদ্দিন, শ্রমিক নেতা আব্দুল জব্বার প্রমুখ। স্মরণ সভায় রূপনারায়ণ রায়ের স্মৃতিচারণ করে বক্তাগণ বলেন, ১৯৪৬ সালে ভারতবর্ষের আইন পরিষদ নির্বাচনে সারা বাংলায় কমিউনিস্ট পার্টির ১৩জন প্রার্থী মধ্যে যে রূপনারায়ণ রায়সহ ৩জন নির্বাচিত হয়েছিলেন।