ফুলবাড়ীতে দৈনিক দেশ মা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরর ফুলবাড়ী থেকে প্রকাশিত সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক দেশ মা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষ পদার্পণ উপলক্ষে আলােচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়ােজিত আলােচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত।
দৈনিক দেশ মা’র বার্তা সম্পাদক আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়াজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ মা’র সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদর সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইমস প্রতিনিধি আনায়ার সাদাত মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, ফটো সাংবাদিক আব্দুল খালেক, ব্যবসায়ী লিটন সরকার, আমিনুল ইসলাম প্রমুখ। শেষে আনুষ্ঠানিকভাব বর্ষপূর্তির কেক কট উৎসব পালন করা হয়।