ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নবীণ-প্রবীণদের ব্যাতিক্রমধর্মী বনভোজন

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে”ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ”এই স্লোগানকে সামনে রেখে প্রতি বৎসরের ন্যায় কাঁটাবাড়ী নবীণ-প্রবীণদের উদ্দোগে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে এক ব্যতিক্রমধর্মি বনভোজন এর আয়োজন করা হয়।

কর্মসুচির মধ্যে ২৪শে ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৪ টায় কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে কাঁটাবাড়ী নবীণ-প্রবীণদের নিয়ে এক প্রিতিফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধন করেন কাঁটাবাড়ী পৌর মেয়র মুরতূর্জা সরকার মানিক।

পরে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদককে না বলুন, ফুটবল খেলা, কুইজ প্রতিযোগিতা সহ সচেতন মুলক নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শেষ হয়। শেষে রাতে এলাকার নবীণ-প্রবীণরা সবাই একত্রিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বনভোজনের আয়োজন করেন।

এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌর সহকারী-প্রকৌশলী লুৎফর হুদা চৌধুরী লিমন, কাউন্সিলর আব্দুর জব্বার মাসুদ, ফুলবাড়ী উপজেলা প্রেসকøাবের সভাপতি হারুন উর-রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, স্বেচ্চাসেবক লীগ নেতা জয়রাম প্রসাদ, ফুলবাড়ী স্বর্নশিল্পী সমিতির আহবায়ক মানিক মন্ডল সহ এলাকার ৩ শতাধিক নবীণ-প্রবীণ গন।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |