ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস কর্মির বাড়ীতে আগুন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস কর্মির বাসাবাড়ী সহ দুটি বাড়ীতে আগুন লেগে বাড়ীর আসবারপত্র সহ অন্যন্য মালাল পুড়ে ছাই হয়েছে গেছ। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে শাহিনুরের বাড়ীতে বিকেল ৪টার দিকে হঠাৎ বাড়ীর বিদুত্যের লাইন থেকে ইলেক্ট্রিক সর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। ওই বাড়ীতে বাসাভাড়া নিয়ে থাকেন ফুলবাড়ী ফায়ারসার্ভিস এর ফায়ার ফাইটার আতিকুর রহমান। তিনি বাড়ীতেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ প্রতিবেশীরা আগুনের ফুলকি দেখতে পেয়ে চিৎকার করলে,তিনি টের পেয়ে দ্রæত বাড়ী থেকে বেরিয়ে এসে ফায়ার সার্ভিস কে খবর দেন। এরই মাঝে পাশে হুমায়ুন কবিরের বাড়ীতেও এই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলবাড়ী এবং বিরামপুর ফায়ারসার্ভিসের দুটি টিম ঘন্টাব্যাপী পানি ছিটিয়ে আগুন নিয়োন্ত্রনে আনে। ততখনে দুই বাড়ীর ৬টি ঘরের আসবারপত্র সহ অন্যন্য মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পরে বিষয়টি জানতে পেরে সন্ধায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং তাদের সরকারী সহায়তা প্রদানের আশ^্যস্ত করেন। এ সময় ততখনাৎ দুই পরিবারকে ব্যাক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বাড়ীর মালিক শাহিনুর ইসলাম জানান, হঠাৎ কিভাবে যে আগুন লাগল আমরা বুঝতে পারিনি,ফায়ারসার্ভিস কর্মিরা বলছেন বিদুত্যের লাইনে সর্টসার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে। তবে সময়মত আগুন না নিভালে আমাদের ঘরেও আগুন লাগত।
ফায়ারসার্ভিস এর স্টেশন অফিসার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,যে বাড়ীতে অগ্নিকান্ড ঘটেছে সেখানে আমাদের একজন ফায়ার ফইটার বাসাভাড়া নিয়ে থাকেন। খবর পেয়ে ফুলবাড়ী এবং বিরামপুর ফায়ারসার্ভিসের দুটি টিম এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়োন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাড়ীর বিদুত্যের লাইন থেকে সর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়েছে। এতে ক্ষতির পরিমান হয়েছে প্রায় দুই লক্ষ টাকা,তবে তদন্তের পরে আরো বাড়তে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম জানান,খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সহ তাতখনিক ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ারসার্ভিসের তথ্য অনুযায়ী জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত রয়েছেন। দ্রæত জেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্থদের মাঝে ঘরের টিন এবং ত্রান সহায়তা প্রদান করা হবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |