ফুলবাড়ীতে ফিজার ডিজিটাল ক্লাব এর শুভ উদ্বোধন


মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রীরামপুরে ফিজার ডিজিটাল ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পার্শবর্তী কাজীহাল ইউপির জামগ্রামে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এম,পি) এর গ্রামের বাড়ী।অত্যন্ত জনপ্রিয় লাগাতার ৬ বারের (এম,পি) ফিজার কে ঐ এলাকার যুবকরা ভালোবেসে তার নাম করনে চলতি বছরে শ্রীরামপুর ফিজার ডিজিটাল ক্লাব প্রতিষ্ঠা করেন।উপজেলার এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর হাজী পাড়া গ্রামে গত ৮ই ফেব্রয়ারী রাত্রী ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঐ ফিজার ডিজিটাল ক্লাব এর শভ উদ্বোধন করেন স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও ক্লাবের উপদেষ্টা ভিপি আশিকুর রহমান।আওয়ামীলীগ নেতা আজাদ সরকার এর সভাপতিত্বে ক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান এর সঞালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী,সাধারন সম্পাদক মেহেদী হাসান, কলেজ শাখার সভাপতি রাসেল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার, ইউপি সদস্য আজিজুল সরকার রানা,সামাজ সেবক কামরুজ্জামান, ইউপিসদস্য জাহাঙ্গির আলম বাবু প্রমুখ।