ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় কক্সবাজার রিজিয়ন চাম্পিয়ন।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ৫ টি রিজিয়ন এবং ২ টি স্বতন্ত্র সেক্টরের অংশগ্রহণে বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার সমাপনি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিজিব রংপুর সদর দপ্তর রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তরে এ খেলা অনুষ্ঠিত হয়। যা গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়।
উত্তর-পশ্চিম রিজিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার রেজিয়ন চাম্পিয়ন হয়েছে। এতে ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য ও ৫টি তাম্র পদক পেয়ে রানরআপ হয়েছে উত্তর-পশ্চিম রংপুর।
এছাড়াও প্রতিযোগিতায় চট্রগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন সিপাহী অপু বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং কক্সবাজার রিজিয়নের সিপাহী মো. কিবরিয়া, শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন।
আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রংপুর রিজিয়নের সকল সেক্টর কমান্ডার এবং দিনাজপুর সেক্টরের অধিনস্থ সকল ব্যাটালিয়ন অধিনায়কগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর দপ্তর বিজিবি, ঢাকা এবং রংপুর রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |