ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ও নেরিকা জাতের আউশ চাষ আবাদ বৃদ্ধির লক্ষে বিনা মুল্যে বীজ, রাসায়নিক সার এবং আর্থিক সহায়াতা প্রদান করা হয়।আউশ ধান চাষআবাদে কৃষকদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধদিপ্তরের আয়োজনে পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের ১০৫ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে উফশী ও নেরিকা জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিনা মুল্যে বিতরন কর্মসুচি উদ্বোধন করনে উপজলো নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, আমাদের দেশের কৃষক অনেক বেশি অভিজ্ঞ, সে কারণে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পন্ন। আর তাই সে ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কৃষি খাতকে র্সবােচ্চ গুরুত্ব দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিভিন্নভাবে প্রনোদনা দিয়ে আরো উৎসাহ বৃৃদ্ধি করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,সমাজ সেবা অফিসার আখতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন মন্ডল, প্রমুখ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ বলেন, বোরো ধান উৎপাদনে পানির প্রয়োজন বেশি হয় আর সে কারণে অল্প সেচে স্বল্প সময়ে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদরে মাঝে উৎসাহ প্রদানে উফশী আউশ ও নেরিকা জাতের ধান চাষে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ এর উদ্যোগে বিনামুল্যে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি সার এবং উফশী আউশ ধান পরিচর্জার জন্য ৯০জন কৃষককে পাচশত টাকা ও নেরিকা ধান পরিচর্জার জন্য ১৫জন কৃষকদের এক হাজার টাকা আর্থিক সহায়াতা জনপ্রতি মোট ১০৫জন কৃষকদের মাঝে এই প্রনোদনা প্রদান করা হচ্ছে।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |