ফুলবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো: আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে এক র্যালী বের হয়ে ফুলবাড়ী শহর প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে এক আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ড. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ড. সঞ্জয় কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুষ্টিবিদ মো. আজিজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশ মহন্ত,ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ীর যোশেব মার্ডী,বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র”। আয়োজনে ছিলেন,ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সহযোগিতায় ছিলেন, এপি ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ী ও বেসিক সংস্থা। আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা,কর্মচারী, এনজিওসহ বিভিন্ন পেশা সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।