ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভারতীয় মদ সহ এক যুবক আটক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৭ বোতল মদ সহ রুকুনুজ্জামান বাদশা(২৮) কে অটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ী থেকে ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়।
আটক রুকুনুজ্জামান বাদশা উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে।
মামলা সুত্রে জানা গেছে,মাদক বিরোধী অভিযান চলা কালে,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পাইতলী সীমান্ত এলাকায় ভারতীয় তৈরী মদ বিক্রয় হচ্ছে । এমন খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এর নির্দেশ মোতাবেক উপ-পরিদশক পুলিশ (এসআই) আরিফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালায়। এসময় রুকুনুজ্জামান বাদশা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পিঠে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে,পুলিশ রুকুনুজ্জামানকে ধাওয়া করে প্লাস্টিকের বস্তা তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৭ বোতল মদ সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। যার সিজার মুল্য একুশ হাজার টাকা। জব্দকৃত প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে MAGIC MOMENTS GRAIN VODKA TRIPLE DISTILLED BLENDED WITH IMPORTED GRAIN SPIRITS লেখাসহ বোতলের গায়ে আটকানো কাগজের লেবেলে ইংরেজিতে RADICO KHAITAN LTD, Bareilly Road Rampur-244901 (up) made in india.375 ml, লেখা রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, তার নির্দেশে ,গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাত বোতল বিদেশী মদ সহ রুকুনুজ্জামান বাদশা কে আটক করা হয়েছে।নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২৪(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |