ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যাত্রী বাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ১৯

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে শিশুসহ ১৯জন যাত্রী আহত হয়েছে। এলাকাবাসী জানান গত ২৩শে মার্চ শুক্রবার সন্ধায় দিনাজপুর থেকে ছেড়ে আসা জায়েদা ইন্টার প্রাইজ ঢাকা মেট্রো (ব-১১-০৭-৮৬) লোকাল যাত্রী বাহী বাসটি বিরামপুর অভিমুখে যাবার পথে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দিনাজপুর-ঢাকা মহা-সড়কের পার্শে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঐ বাসে থাকা শিশুসহ ১৯জন যাত্রী আহত হয়েছে।খবর পেয়ে ঘটনা স্থলে ততখনাৎ থানা পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার ততপরতা চালিয়ে আহতদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।আহতরা হলেন বীরগঞ্জ উপজেলার আফতাব এর ছেলে শাহিনুর (৪৫),একই উপজেলার আনারুল ইসলাম এর স্ত্রী হোসনে আরা (৪৫),আনারুল ইসলামের মেয়ে অনামিকা (৭),হাবীবুর রহমানের ছেলে হানিফ (৪০),বাবুল এর ছেলে নুর ইসলাম (২৩),হযরত এর ছেলে জয়নাল(৫০),মৃত সমীর এর ছেলে রিয়াজুল (৫৫),খোরশেদ এর ছেলে শাহাজুল (৫০),মহিদুল এর স্ত্রী আকলিমা (৪০),জীবন এর ছেলে রতন (৪৫),আব্দুর রশিদ এর ছেলে মোফাজ্জল (৩৯),আব্দুল কাদের এর ছেলে হাবীবুর (৪৫),ফুলবাড়ী উপজেলার বাসুদেব পুর গ্রামের ওবাইদুর এর ছেলে বাদল (৩৫)ফকির পাড়া গ্রামের সুমন এর মেয়ে সুবর্ণা (৫),রামচন্দ্রপুর গ্রামের হালিম এর ছেলে মমিনুর (১০) ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যান।একই সাথে বীরগঞ্জ উপজেলার জয়নাল এর ছেলে রোস্তম (২৪),একই উপজেলার লাল মিঞা এর ছেলে ইয়াছিন (৫৮),তফিজ উদ্দিন এর ছেলে গোলাম মোস্তফা (৪৫) গুরুতর আহত হওয়ায় এদের তিনজন কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। সেই সাথে ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামের জব্বার এর ছেলে ফরিদুল (২৫) এর অবস্থার আশংকা জনক হওয়ায় দায়ীত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |