ফুলবাড়ীতে রাজু গুপ্তা বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে রাজু কুমার গুপ্তা বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতিয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্তা’র পৃষ্ঠপোষকতায়,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজনে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আট টিমের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী ও বোদা উপজেলা ফুটবল একাডেমি।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এতে সভাপতিত্ব করেন গুপ্তা ফ্লাউড এর সত্বাধিকারী টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজু কুমার গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এনামুল হক,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
ওয়াহিদুল ইসলাম ডিফেন্স পৌর ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ প্রমুখ।
খেলায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি কে ০-১গোলে পরাজিত করে বিজয়ের শিরোপা অর্জন করেছেন বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়।