ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে লাম্পি স্কিন ডিজিজ(এলএসডি) প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সভা কক্ষে খামারীদের অংশ গ্রহনে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.মো:রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.মো: নিয়ামত আলী,প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.শাহানুর আলম,ডেইরি ফাম মালিক সমিতির প্রচার সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু,সাংবাদিক রজব আলী প্রমুখ। সভায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামুলক বিষয়ে খামারীদের পরামর্শ দেয়া হয়।