ফুলবাড়ীতে শিবপুর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মেহেদুল হক প্রামানিকের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মন্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,এলুয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রামাণিকসহ ইউপি সদস্য,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং পাঁচ শতাধিক অবিভাবক মা।