ফুলবাড়ীতে শেখ কামাল আন্তঃ স্কুল -মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাষনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়ে সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর
তত্বাবধায়নে প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ওমাদ্রাসার শিক্ষার্থীরা ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দির্ঘলম্ফ সহ ৩০টি ইভেন্টে বালক-বালিকা দল পৃথক দুটি করে গ্রুপে অংশ গ্রহন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যিমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা একাডেমি সুপারভাইজার মো.শফিকুল ইসলাম, উপজেলা ক্রীয়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মেহেদী রুবেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ।