ফুলবাড়ীতে সেচ্ছায় ৫ মাদক ব্যাবসায়ীর আত্বসমার্পন


মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সেচ্ছায় ৫ মাদক ব্যাবসায়ী লিখিত মুছলেখার মাধ্যমে আত্বসমার্পন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গাদাপাড়া গ্রামের ওই ৫ মাদক ব্যাবসায়ী লিখিত মুছলেখার মাধ্যমে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব এর কাছে সেচ্ছায় অত্বসমার্পন করে।আত্বসমার্পনকারী মাদক ব্যাবসায়ীরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গাদাপাড়া গ্রামের আইয়ুব আলী’র ছেলে বাসেদুল(৩৫),একই গ্রামের আব্দুল লতিফ এর ছেলে আবু সরকার(৩৮),আব্দুল আজিজ এর ছেলে মহসিন(৩৬),আইয়ুব আলী’র ছেলে আশরাফুল (২৮) এবং আকবর আলী’র ছেলে লাবু(৩২)।ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব জানান, স্ব-ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে মাদক ব্যাবসা না করার অঙ্গিকার করে তারা লিখিত মুছলেখার মাধ্যমে আত্বসমার্পন করেছে। তাদের বিরুদ্ধে ইতি পুর্বে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।