ফুলবাড়ীতে ১৭ লক্ষ টাকা মুল্যের বিষ্ণু মুর্তি উদ্ধার

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী’র নন্দীগ্রামে ১৭ লক্ষ টাকা মুল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় মসলেম উদ্দিন নামে এক ব্যাক্তি পুকুর খননের সময় মাটির নিচে থাকা ১কেজি সাড়ে৭শ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মুর্তি দেখতে পায়।বিষয়টি থানা পুলিশকে জানালে, ফুলবাড়ী থানার এসআই নজরুল, এসআই আব্দুর রহমান, এএসআই মিন্টু,এএসআই বকুল,ডিএসবি সাদেকুল ইসলামসহ একদল পুলিশ ঐ কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার আনুমানিক বাজার মুল্য ১৭ লক্ষ্য টাকা।এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব জানান খবর পেয়ে ১কেজি সাড়ে ৭শ গ্রাম ওজনের ঐ কষ্টি পাথরের বিষ্ণু মুর্তিটি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ১৭ লক্ষ্য টাকা।