ফুলবাড়ীতে ২শ পিছ ইয়াবাসহ আটক এক


মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ২শ পিছ ইয়াবাসহ বুলবুল মন্ডল(৩২)নামে এক ব্যাক্তিকে আটক করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক ব্যাক্তি পার্বতিপুর উপজেলার ভবানীপুর বাজারের ইকবাল হোসেন এর ছেলে বুলবুল মন্ডল (৩২)।থানা সুত্রে জানা গেছে পৌর শহরের উর্বশি হলের সামনে গত ৭ফেব্রয়ারী বুধবার রাত্রী সাড় ১০টায় ঢাকা যাবার সময় হানিফ কাউন্টার এর পাশ থেকে ২শতপিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে থানায় শপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর কর্মকর্তারা।ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব জানান মাদক পাচারের সময় তাকে হাতে নাতে আটক করে থানায় শপর্দ করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।