ফুলবাড়ীতে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ৭ইমার্চ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাষনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“২০২১ সালে ভিক্ষা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ”শির্ষক কর্মসুচি ঘোষনার মাধ্যমে ৭ইমার্চ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে কৃষি অফিসার কৃষিবিদ এ, টি,এম হামীম আশরাফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রুম্মান আখতার, প্রথামক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, সহকারী প্রথামক শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা, সহকারী সেটেলমেন্ট অফিসার আফসার আলী, খাদ্য অফিসার মধুসুদন দত্তসহ বিভিন্ন সরকারী কর্মচারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।