ফুলবাড়ীতে ৭০লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে একাডেমিক ভবণের উদ্বোধন


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ী গমীর উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবণের নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে ৭০লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে নিমার্ণ কাজের উদ্বোধন করেন- বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।