ফুলবাড়ী কানাহার কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন


মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কানাহার কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী পৌর এলাকার কানাহার গ্রামে গতকাল শুক্রবার দুপুরে জুম্মা নামাজ শেষে কানাহার কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, পৌর মেয়র মুতূর্জা সরকার (মানিক)ও ফুলবাড়ী উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমীক ইউনিয়ানের আহবায়ক, বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক মানিক মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী (লিমন),মসজিদ কমিটির সভাপতি সামিউল ইসলাম সানী, সাধারন সম্পাদক বাবু ইসলাম, মসজিদের ইমাম হাফেজ মাওলানা জহুরুল ইসলাম, সামাজ সেবক প্রবাসী হাজী শেখ শরিফ (বিপ্লব),ব্যাবসায়ী নূর আলম,উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল,রবিউল,দুলাল,কফিলসহ এলাকার গন্নমান্ন ব্যাক্তীবর্গ ও মুসুল্লীগন।