ফুলবাড়ী জুয়েলারী মালিক সমিতি ও স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষীক সভা অনুষ্টিত

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী জুয়েলারী মালিক সমিতি ও উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন এর বার্ষীক সাধারন সভা উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার বাজারে গত ১৭মার্চ শনিবার রাতে ফুলবাড়ি জুয়েলারী মালিক সমিতি ও উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন এর বার্ষীক সাধারন সভা উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে জুয়েলারী মালিক সমিতি’র সভাপতি সাহাজুল ইসলামের সভাপতিেিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য আলহাজ কামরুজ্জামান কামরুপৌর সহকারী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী (লিমন) পৌর কাওন্সিলর আব্দুস জব্বার মাসুদ, হাটবাজার ইজারাদার বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক আবুল হাসান,ফুলবাড়ী উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমীক ইউনিয়ানের আহবায়ক ও জুয়েলারী মালিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক মানিক মন্ডল, জুয়েলারী মালিক সমিতি’র সহ-সভাপতি অবিনয় চন্দ্র দত্ত,সহসভাপতি বাবলু দেবনাথ,সহসভাপতি অজিত প্রসাদ ও সাধারন সম্পাদক শ্রী গৌতম।
এ সময় উপস্থিত ছিলেন স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহব্বায়ক রুবেল,নান্টু,নয়ন মন্ডল,মিলন চন্দ্র,শ্রি সৌরভ,শ্রী শয়নসহ মালিক ও শ্রমিক সংগঠনের সকল সদস্য বৃন্দ ।