ফুলবাড়ী প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কার্যকারী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম আকন্দ, ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,প্রভাষক রীতা রানী কানু তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ,মোকারম হোসেন প্রমুখ।
শেষে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদ্বয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কেটে দিবসটি সূচনা করেন।