ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে লক্ষ্মীপুরের এনজিও কর্মী অপহরন কারীদের প্রধান আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: ফেনীতে লক্ষ্মীপুরের মো: বেলাল হোসেন নামের এক এনজিও কর্মী গত ৫/৪/১৮ ইং তারিখ অপহরন হয়। অপরহনের এক পর্যায়ে তার চিৎকারে এলাকাসী অপহরন কারীদের ধাওয়া করিলে অপহরনকারীরা পালিয়ে যায় । এরপর গত ৮/৪/১৮ ইং তারিখে এনজিও কর্মী বেলার বাদী হয়ে ফেনী মডেন থানা পাঁচ জনকে আসামি করে একটি অপহরন মামলা করে।
মামলা নং ১৭ মামলার ধারা গুলো হলো ১৪৩/৩৪২/৩৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/২০৬(২) পেনাল কোড। এজাহার ভূক্ত মামলার প্রধান আসামি আজিজুল রহমান তসলিম প্রকাশ মিশুর ভগ্নিপতি সুমন ড্রাইভার (২৫), পিতা- মৃত মজিবুর রহমান, প্রকাশ শামীমুর রহমান শামীম, মাতা- হোসনেয়ারা বেগম সাং- সোনাপুর (হুদার বাপের বাড়ি) থানা- সোনাগাজী জেলা- ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃত আসামি কে জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে বোগদাদীয়া তদন্ত কেন্দ্রের এস আই মাঈন উদ্দিন ভূঁইয়া জানান গ্রেফতারকৃত আসামির বিরূদ্ধে একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরিপ্রেক্ষিত গত ১৬/০৪/১৮ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় সময় ফেনী সদর মডেল থানাধীন লেমুয়া বাজার হইতে তাকে কৌশলে গ্রেপতার করা হয় এবং অন্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা হচ্ছে। এই ব্যাপারে বাদীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আসামি সুমন কে গ্রেফাতা করায় আমি খুশি এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
মামলার এজহার থেকে জানাযায় যে, সুমন ও তার সহযোগী রা এনজিও কর্মী বেলাল কে টাকা উদ্ধার করে দিবে বলে ফোন করে ফেনীর মহিপাল নিয়ে আসে এর পর তাকে অনুমান সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সময় লেমুয়া ইউনিয়ন মধ্যম চাঁদপুর নসিম চেয়ারম্যানের বাড়ির পিছনের খাল পাড় নিয়ে যায় । সেখানে তার বন্ধু আলমগীরের মুঠোফোনে দুই লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |