ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেসবুক সংক্রান্ত হেল্পলাইন ০১৭৬৬৬৭৮৮৮৮

ফেসবুকের অপরাধ সম্পর্কে আপনি সরকারের সহযোগীতা পেতে ব্যবহার করতে পারের হেল্পলাইন ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরটি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। প্রতিদিন প্রতি ১২ সেকেন্ডে একজন করে নতুন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার শুরু করেন। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। ফেসবুকে অপরাধ ঘটাও খুব নিয়মিত ব্যাপার। এই অপরাধ দমনের জন্যই সরকার ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরটিকে হেল্প লাইন করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই নম্বরটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপরাধ দমনের হেল্প লাইন, তা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সামাজিক ফেসবুকে যে কোনো অপরাধ আপনার দৃষ্টিগোচর হলে সাথে সাথে এই নম্বরে অভিযোগ দায়ের করতে পারবেন।

সরকার দলীয় সাংসদ নবী নেওয়াজ সংসদে অভিযোগ করে জানান, ফেসবুকে তার একটি পরিচয় রয়েছে। কিন্তু তার নামে আরো কিছু ভূয়া পরিচয়ও আছে। ফলে তিনি নানা রকম ঝুটঝামেলায় পড়েন। তিনি জানতে চান, এ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা।

নবী নেওয়াজের কথার জবাবে ০১৭৬৬৬৭৮৮৮৮ নাম্বারটির কথা জানান পলক। একই সাথে তিনি জানান, এই নম্বরে অভিযোগের পরও যদি কোনো উপকার না পাওয়া যায়, তবে সরকারের সাইবার সিকিউরিটি ফোর্সের সাথে যোগাযোগ করা যেতে পারে।

3 টি মন্তব্য

  1. আমি আমার গ্রুপে মেম্বার এড করতে পারতেছি না

  2. আমি আমার ফেসবুক আইডি থেকে number delete করে ফেলেছি এখন আর সেই আইডি টি খুজে পাইতেছি না?দয়া করে এখটু দেখবেন plz

  3. আমার ফেসবুক সাবমিট অফ হয়ে গেছে দয়া করে আনব্লক করে দিন।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |