ফোন কিনে না দেওয়ায় কীটনাশক পানে মহেশপুরে যুবকের আত্নহত্যা!


ঝিনাইদহ প্রতিনিধি :সংসারে অভাব অনটন, তার পর ও গরিব বাবার কাছে দাবি করা হয় একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য।কিন্তু অসহায় বাবা তার ছেলের দাবি মেটাতে না পারায় মঙ্গলবার বিকেলে মনের দুঃখে মাহমুদুল হাসান (২৪) নিজ বাড়িতে কীটনাশক পান করে। পরে সন্ধ্যায় গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মাহমুদুল হাসানের মৃত্যু হয়। ঝিনাইদহের মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই আসমত আলী জানান, ঝিনাইদহ মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাহমুদুল হাসান তার বাবার কাছে মোবাইল ফোন দাবি করে। বাবা তার ছেলেকে ফোন কিনে না দেওয়ায় মনের দুঃখে কীটনাশক পান করে আতœহত্যা করে। বুধবার সকালে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসান মারা যান।