ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরে ভবানীপুর ইউনিয়নে ছোনকা এলাকায় নুসরাত জাহান নিপা (১৮) নামের এক কলেজ ছাত্রী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে।  ৩০ অক্টাোবর (রবিবার) দুপুর ১২ টায় শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নীপা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার  বিরইল যমুনাপাড়া গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে নীপার গত এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিয়ে হয়। বিয়ের পর থেকেই লেখাপড়ার সুবিধার জন্য সে বাবার বাড়ি থেকে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লেখাপড়া চালিয়ে আসছিল। এদিকে নীপার বাবা চাকরির সুবাদে নিজ কর্মস্থলে অবস্থান করায় ও তার মা বড় মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় দুইদিন যাবৎ নীপা তার দাদীর সাথে বাড়ী একাই থাকতেন। ঘটনারদিন দাদীর সাথে রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে নীপা। সকাল সাড়ে ৯ টার দিকে ঘুম থেকে না ওঠায়, দাদি ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে দেখতে পায় নীপা গলায় রশি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাদের  সহযোগিতায় ঘরের সিলিং দিয়ে ঘরে প্রবেশ করে। তারপর পুলিশকে খবর দিলে,  শেরপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার উপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |