বগুড়ার শেরপুরে সমাজ সেবা দিবস পালিত


বাদশা আলম শেরপুর (বগুড়া)প্রতিনিধি:“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, মাও: মো. লিটন মিয়া সহ প্রমুখ। পরে উপজেলার খামারকান্দি, কাফুরা, ও খিকিন্দা তিনটি গ্রামের ২৭ জন প্রান্তিক গ্রামীন উদ্যোক্তাদের মাঝে সাতাশ লাখ পঞ্চাশ হাজার পাঁচ শত টাকার সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়।