বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শিশু দিবস উদযাপিত

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার শ্রেষ্ঠ ও অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন। এসময় তিনি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর সৃতিচারন করে তার আদর্শে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রভাষক সুলতান মাহমুদ প্রিন্সের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রভাষক শাহ আলম, রাসেদুল হাসান পাভেল, নাহিদা হাসান, কমরুন্নাহার বাবলী, রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। দোয় পরিচালনা করেন প্রভাষক আনিছুর রহমান। এছাড়াও কলেজের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে সারিয়াকান্দি উপজেলা প্রসাশন ও উপজেলা আওয়ামীলীগ এবং অন্যান্য সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে ভিভিন্ন কর্মসূচি পালন করেছে।