বগুড়ার সারিয়াকান্দিতে জুয়া খেলার অভিযোগে আটক ৪জন


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জুয়া খেলার অভিযোগে ১৩হাজার ৩শত টাকা সহ ৪ জুয়ারুকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া বাঁধ সংলগ্ন আব্দুল হাকিমের সেচ ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দীঘলকান্দি গ্রামের আব্দুল হাকিমের দুই পুত্র রেজাউল (২৮) ও রুবেল মিয়া (২১) একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র জুয়েল মিয়া (২২) এবং দেলুয়াবাড়ী গ্রামের নিলিকান্তের পুত্র রতন কুমার (৩০)। এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অবৈধ যে কোন কর্মকান্ড মোকাবেলায় সারিয়াকান্দি থানা পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।