বগুড়ার সারিয়াকান্দিতে মা’কে পেটালেন পুত্র

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে তুচ্ছ ব্যাপার কে কেন্দ্র করে গর্ভধারনী মা’কে মারধর এবং লাঞ্চিত করার খবর পাওয়া গেছে। জানা যায়, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সেনাপুর যমুনাপাড়া এলাকার মৃত: আবুল মন্ডলের স্ত্রী দুলালী বেওয়া (৬০) কে বেধরক পিটিয়েছেন তার বড় ছেলে দুলাল মিয়া(৪৫)। বৃদ্ধা দুলালী বেওয়া প্রাপ্ত বয়স্ক ভাতা’র টাকা ছেলে বউকে না দেয়া এবং ছেলে কর্তৃক পত্তনকৃত দুলালী বেওয়ার জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুলালের স্ত্রী সুরাইয়া বেগম (৩৯) তার মেয়ে নাহানুর আকতার (২৫) এবং নাতী জামাই রুবেল মিয়া (২৯) স্বপরিবারে একত্রে দুলালী বেওয়াকে মারধর করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি টেরপেয়ে দুলালী বেওয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। এসময় অসুস্থ দুলালী বেওয়া কান্না জড়িত কন্ঠে বলেন- বাবা আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমার বড় ছেলে এর আগেও আমাকে বেশকয়েকবার মারধর করেছে তাদের কথা মতো না চললেই আমাকে তারা নির্যাতন করে, আমি এর বিচার চাই। ওয়ার্ড কাউন্সিলর রুবেল মিয়া বলেন, মা’কে আঘাত করা ক্ষমার অযোগ্য অপরাধ, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এছাড়াও এলাকাবাসী প্রতিবাদ এবং প্রশাসনের ভয়ে দুলাল স্বপরিবারে পলাতক রয়েছে।