বগুড়ায় জনগনের দরজায় বিএনপির এড. রাফী পান্না


বগুড়া অফিস: প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তার মোড়ে মোড়ে পোস্টার ফেস্টুন চোখে পড়ারমত। ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তার ধারজুড়ে আধা কিলোমিটার পরপর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন সকলের নজরে পড়ে। খালেদা জিয়ার কারামুক্তিসহ তারেক রহমান ও বিএনপি দলীয় শীর্ষ-স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবি এবং আন্দোলনের আহবান করা হয়েছে পোস্টার ফেস্টুনে। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসনে দলের ক্রান্তিকাল থেকেই মাঠে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রাফী পান্না। তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরার চেয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিকেই জোড়ালো করার চেষ্টা করছেন বিএনপির এই নেতা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় মাঝেমধ্যেই বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল করছেন। প্রত্যেক কর্মসূচীতে বিএনপি নেতাকর্মীদের শতস্ফুর্ত উপস্থিতিও চোখে পড়ারমত।গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দলের কর্মীদের খোঁজ পর্যন্ত রাখেননি অনেক হেবিওয়েট নেতারা। অস্তিত্ব বিপর্যয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে বিএনপির ক্রান্তিকালে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার নেতাকর্মীদের পাশে দাঁড়ান জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রাফী পান্না। দলীয় কর্মসূচী পালন ও জাতীয় দিবস যথাযথ ভাবেই পালন করে আসছেন। দুই উপজেলার নেতাকর্মী মামলায় জর্জরিত। হতাশাগ্রস্ত নেতাকর্মীদের মামলার খরচও বহন করেছেন তিনি। কারাবন্দি নেতাকর্মীদের জামিনে মুক্ত করার ব্যবস্থা করেছেন। যেকারণে কর্মীপ্রিয় হয়ে উঠেছেন।
অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোসহ তৃনমূলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দেকভাল করছেন এই মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরেই তৃনমূলে জনগণের মানুষের পাশে রয়েছেন। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, এতিম শিশুদের পোষাক ও খাবার বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করাসহ বিভিন্ন কর্মকান্ডে জনগণের কাছে প্রশংসিত তিনি। বিএনপি ঘেঁষা এই বগুড়া-৪ আসনে দলের জনপ্রিয়তা ধরে রেখেছেন রাফী পান্না। দুই উপজেলার জনগণের দরজায় দরজায় ছুটে যাচ্ছেন।এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির এই সক্রিয় নেতা বলেন, ছুটে যাচ্ছি ভোটারদের কাছে, সাড়াও পাচ্ছি। যেখানেই যাচ্ছি, সেখানেই এলাকার মানুষও আমার সাথে হাঁটছেন। বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবি নিয়ে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছি। এই দাবিতে আমাদের সাথে সাধারণ জনগনও সোচ্চার। ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতাকর্মীরা কাজ করছেন।