বগুড়ায় বেহুলার বাসর ঘরের পাশে সীমানা প্রাচীর


বগুড়া অফিস: বেহুলার বাসর ঘরের পাশেই বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন, ঠিকাদার জাকাউল্লাহ, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছার রহমান মুকুল, ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমানা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্যা হাজেরা বেগম, রুমি বেগম, ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন, মীর ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন আজমল হোসেন, আব্দুর রহমান, মাওলানা আনিছার রহমান, আব্দুল জলিল, ইদ্রিস আলী, শফিকুল ইসলাম চিকন আলী, স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. আশেকুর রহমান, ফার্মাসিট আলমাস খান, এফপিআই আব্দুর রউফ, আজম সরকার, এনায়েতুল্লাহা খান, নুরুল ইসলাম, নিবারন চন্দ্র, মাহবুব আরা বেগম, জাকিয়া খাতুন, বকুল মতি, পারুল বেগম, শ্যাম সুন্দর প্রমুখ।