বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনের বইমেলার উদ্ধোধন মঙ্গলবার


মহিদুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃবগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার।বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মমতাজ উদ্দিন সিআইপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন,কবি সাজাহান সাকিদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশ উদযাপন কমিটির আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু।শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খলিলুর রহমান চৌধুরী এবং জয়ন্ত দেব।২০ ফেব্রুয়ারি বগুড়া বইমেলা শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও রোববার থেকে বইমেলার স্টল কর্তৃপক্ষ ও প্রকাশনীরা বই বিক্রি শুরু করে দিয়েছে।