বগুড়ায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজের চার তালা একাডেমিক ভবনের উদ্বোধন


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ডিগ্রি কলেজের চার তালা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়। শনিবার সকালে কলেজ চত্বরে নাম ফলক উন্মোচন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবীদ আব্দুল মান্নান। এরপর ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপনের সভাপতিত্বে সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুল রহমান মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, প্রমূখ। প্রভাষক সুলতান মাহমুদ প্রিন্সের সঞ্চলনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষাথী ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কমী এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।