বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের চূড়ান্ত পর্ব মার্চে


স্পোটর্স ডেক্স : মার্চের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। বালক ও বালিকা দুই বিভাগেই যেখানে অংশ নেবে ৮টি করে দল। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট দলের ফুটবলারদের বাফুফের ক্যাম্পের আওতায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরিকল্পনা আছে বাফুফের। সঙ্গে শীঘ্রই এই টুর্নামেন্টকে মাধ্যমিক পর্যায়েও ছড়িয়ে দেবে তারা। ছেলেদের বিভাগে ৬৪ হাজার ২৬০টি ও মেয়েদের বিভাগে ৬৪ হাজার ১৯৬টি স্কুলের অংশগ্রহণে বিশ্বের অন্যতম বড় ফুটবল টুর্নামেন্ট এটি। কিশোর ও বালিকা এই দুই ক্যাটাগরিতে যেখানে অংশগ্রহণকারী ফুটবলারের সংখ্যাটাও প্রায় ২২ লাখের বেশি। বলা হচ্ছে তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার অন্যতম বড় মঞ্চ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কথা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ আর বাফুফের সহযোগিতায় ২০১০ সালে চালু হওয়া এই টুর্নামেন্টের ২০১৭ সালের বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়েছে। মার্চে শুরু হবে চূড়ান্ত পর্ব। নকআউটভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মাসের শেষ সপ্তাহে। ২৬ মার্চের পর সুবিধাজনক সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফাইনাল ম্যাচের আয়োজন করার পরিকল্পনা আছে বাফুফের। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গত কয়েকটি আসরের চেয়ে এবারের চূড়ান্ত পর্ব কিছুটা ব্যতিক্রম করতে চায় বাফুফে। কোচদের জন্য ব্যবস্থা করা হবে বিশেষ প্রশিক্ষণের। বাফুফের পক্ষ থেকে কিছু গাইডলাইন ছিল যেমন বুট পরে খেলা এবং স্কুল শিক্ষক যারা টিমের সঙ্গে কাজ করছেন তাদের তিনদিনের জন্য একটা কোচিং দেয়া। ২০১৯ সাল নাগাদ এই টুর্নামেন্টকে মাধ্যমিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনাও আছে বাফুফের।