ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বেঁচে ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল -কাজী জাফর উল্লাহ

আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ দেশে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে একটি কুচক্রী মহল। সামনে জাতীয় সংসদ নির্বাচন ,তাই ষড়যন্ত্রকারীরা আবারো ষড়যন্ত্রের জাল বুনছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

আজ সোমবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহ উদ্দীন নাসিম।
বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সঞ্চালনায়- সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্যেই আ ক ম মোজাম্মেল হক বলেন,এদেশে আগেও যারা ষড়যন্ত্র করেছে, তারা আজো ষড়যন্ত্র করে আসছে। তবে এ স্বাধীনতা বিরোধী চক্ররা যাতে দেশে শিকড় গাড়তে না পারে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
সভার সভাপতি আ ফ ম বাহউদ্দীন নাসিম তার বক্তব্যেই বলেন,যারা মুক্তিযুদ্ধকে বিশ^াস করেনা। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুবুল হক হানিফ বলেন,ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই ষড়যন্ত্রকারীদের রুখতে আওয়ামী লীগ সব সময় প্রস্তুত।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা,এডভোকেট আমিনুল ইসলাম মিলন এমপি,গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি,আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শ্রী নির্মল চ্যাটার্জী,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক এমএ খালেক,
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এর আগে সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর স্মুতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |