ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারের নতুন রেকর্ড

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ৫১,৯৪২টি যানবাহন পারাপার হয়, সেতুটি চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যেই এবারের ঈদযাত্রায় যানবাহন পারাপারের নতুন রেকর্ড হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৫১,৯৪২টি যানবাহন পারাপার হয়। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের ক্ষেত্রে সবোচ্চ রেকর্ড।

এদিকে, ছোট-বড় বিপুল সংখ্যক এ গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় করা হয়েছে। এর আগে গত বছরের ঈদুল আযহায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ হাজার ৩৯টি যানবাহন পারাপার হয়। যা গত ঈদ যাত্রার চেয়ে এবার ২,৯০৩ টি বেশি যানবাহন পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ছোট-বড় বিভিন্ন ধরনের ৫১,৯৪২ টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। তবে বাস চলাচল বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, মাইক্রো এবং মোটরসাইকেল প্রচুর পরিমাণে পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ৭৮৫টি যানবাহন পারাপার হয়। প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।#

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |