বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বালুভর্তি ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মো:হাসিবুর রহমান শান্ত, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় তানভীর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা সিয়াম (১৬) নামে আরও একজন আরোহী আহত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহত তানভীর হোসেন জেলার মির্জাপুর উপজেলার গবরা এলাকার আকবর হোসেনের ছেলে। নিহত তানভীর ও সিয়াম প্রতিবেশি মামা ও ভাগ্নে।পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে ওই দুইজন আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা সল্লা বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন থেকে আসা বালুভর্তি একটি ড্রামট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং অপরজন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত অপর আরোহী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, তানভীরের মরদেহ উদ্ধার ও আহত আরোহীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত তানভীর ও আহত অপরজন তারা প্রতিবেশী মামা-ভাগ্নে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে ও ঘাতক চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।