ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দোহারো কন্যাদের শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা: দুই লক্ষ সাতাশ হাজার টাকা প্রদান

মনিরুজ্জমান সুমন,জেলা প্রতিনিধি,ঝিনাইদহ: বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঝিনাইদহের শৈলকুপার “ ৩৬ নং দোহারো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” কন্যাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে।
এই ক্ষুদে ফুটবলারদের সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ আড়ম্বর সংবর্ধণা দেওয়া হয়। উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান, শিকদার কামরুজ্জামান জিকু, সালাউদ্দিন জোয়াদ্দার মামুন, মতিয়ার রহমান, মাহমুদুল হাসান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, শামীমার রশিদ উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল পারভেজ কর্নেল, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এমহাসান মুসা, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লুসহ সাংবাদিকবৃন্দ।
গত ২৮ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অজপাড়া গায়ে অবস্থিত দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকা বিভাগ কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুল হাই খেলোয়াড়দের এক লক্ষ টাকা প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ২০ হাজার টাকা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ ২০হাজার টাকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্যা ১৭হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি ১৮হাজার টাকা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ১৭ হাজার টাকা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ১৭ হাজার টাকা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৮হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |